শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচন কমিশনে কারা আসছেন

নির্বাচন কমিশনে কারা আসছেন

স্বদেশ ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন পুনর্গঠনের এ পর্যায়ে কারা আসছেন নতুন কমিশনে, সে আলোচনা চলছে সর্বত্র। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার কে হচ্ছেন- তা জানার অপেক্ষায় সবাই। এ লক্ষ্যে কাজ করছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। তাদের হাতে রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায় থেকে ইতোমধ্যে ৩২২ জনের নাম এসেছে। গতকাল সোমবার সার্চ কমিটি তাদের তালিকাও প্রকাশ করেছে।

এদিকে ওই তালিকা ছাড়াও পরবর্তী করণীয় নির্ধারণে কমিটি আজ ফের বৈঠকে বসছে। আরও কয়েকজনের মতামত নিতে চায় কমিটি। এর পরেই কমিটি ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবে। জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই কমিটি একটি খসড়া তালিকা প্রস্তুত করবে। সেখান থেকে কাটছাঁট করে ১০ জনের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

এখন প্রশ্ন হলো- কারা আসছেন নতুন ইসিতে। কে হচ্ছেন কেএম নূরুল হুদার স্থলাভিষিক্ত। এ নিয়ে বিভিন্ন মাধ্যম থেকে যে নামগুলো পাওয়া গেছে, তার মধ্যে সাবেক আমলা ও বিচার বিভাগ থেকে সবচেয়ে বেশি নামের প্রস্তাব এসেছে। তালিকায় রয়েছেন শিক্ষক, বিশিষ্ট নাগরিক, আইন ও সংবিধান বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী, সাবেক পুলিশ ও সামরিক কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি। তালিকার শীর্ষে সাবেক আমলারা। সাবেক সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিস ও যুগ্ম সচিবসহ ৯৬ জন সাবেক আমলার নাম প্রস্তাব করা হয়েছে। এর পরেই অবস্থান বিচার বিভাগের।

সাবেক দুই প্রধান বিচারপতি, উচ্চ আদালতের বিচারপতি, জেলা ও দায়রা জজ, আইনজীবীসহ বিচার অঙ্গনের ৬১ জন। এর পরেই শিক্ষাঙ্গনের অবস্থান- ৪৭ জন। এর মধ্যে বিশ্বিবদ্যালয়ের সাবেক ভিসি, অধ্যাপক, শিক্ষক, শিক্ষাবিদ রয়েছেন। তাদের মধ্যে সিইসি হিসেবে জোর আলোচনায় রয়েছেন সাবেক এক বিচারপতি। এই পদে দুজনের নাম প্রস্তাব করবে কমিটি। বিচারক ছাড়াও সিইসি পদে আলোচনায় আছেন সাবেক একজন সচিব। তবে নির্বাচন কমিশনার হিসেবে অনেক নাম আসায় কোন পেশা থেকে কার নাম প্রস্তাব করা হবে, তা চলতি সপ্তাহের শেষের দিকে নির্ধারণ হবে।

নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবিত ৩২২ জনের মধ্যে বিভিন্ন পেশা ও শ্রেণির অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামই বেশি রয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এসব নাম প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম বলেন, সার্চ কমিটির কাছে আসা ৩২২টি নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তালিকায় যাদের নাম রয়েছে, তারা হলেন- সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক বিচারপতি আবুবকর সিদ্দিকী, শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, সাংবাদিক অজয় দাশগুপ্ত, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব আবু আলম শহিদ খান, অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, সাবেক সচিব কামরুন নাহার, সাবেক সচিব কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

তালিকায় আছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ, সাবেক অতিরিক্ত আইজিপি কৃষিবিদ ইকবাল বাহার, অ্যাড.কম-এর চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক সেনাবাহিনীপ্রধান জেনারেল (অব) ইকবাল করিম ভুঁইয়া, সাবেক সচিব অশোক মাধব রায়, সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, সাবেক তথ্য সচিব আব্দুল মালেক, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ, ইসির যুগ্ম সচিব আবুল কাসেম, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বিটিভির সাবেক মহাপরিচালক এসএম হারুন-উর-রশীদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জেসমিন টুলি, শিক্ষাবিদ ড. এম শমশের আলী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানের নাম।

এ ছাড়া বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতিপ্রকাশ দত্ত, সাবেক সচিব জাফর আহমেদ খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, নারীনেত্রী রোকেয়া কবীর, সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, সাবেক বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, সুপ্রিমকোর্টের আইনজীবী সাঈদ মাহেমেন বকস (কল্লোল), সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক, সাবেক অতিরিক্ত আইজিপি মীর শহীদুল আলম, সাবেক সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, যাত্রাবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের নামও রয়েছে সুপারিশপ্রাপ্তদের তালিকায়।

জানা গেছে, চলতি সপ্তাহেই ৩২২ জনের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করবে সার্চ কমিটি। এ লক্ষ্যে কমিটি একাধিক বৈঠক করবে। এর মধ্যে আজ বিকালে সিনিয়র আট সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটি বসবে বলে জানা গেছে।

গত ৬ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন গঠনে ১৩ ফেব্রুয়ারি মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায় থেকে নাম প্রস্তাবের আহ্বান জানায় সার্চ কমিটি। ওই সময়ের মধ্যে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ২৪টি দল নাম প্রস্তাব করলেও বিএনপিসহ বাকি ১৫টি দল কোনো নাম প্রস্তাব করেনি। পরে গত শনিবার ও রবিবার বৈঠকে বিশিষ্টজনদের অনেকেই এসব নাম প্রকাশের পাশাপাশি বিএনপিসহ নাম জমা না দেওয়া অন্যান্য দলের প্রস্তাব করার সুযোগ দেওয়ার জন্য সার্চ কমিটিকে আহ্বান জানান। পরে সোমবার বিকালে ৫টা পর্যন্ত সময় দিয়ে ১৫টি রাজনৈতিক দল নাম প্রস্তাবের সুযোগ দেয় এ কমিটি। সোমবার বিকাল ৫টা পর্যন্ত রাজনৈতিক দলগুলো নাম যুক্ত হয়ে মোট ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে।

এদিকে নতুন ইসি গঠনে মতামত নিতে বিশিষ্টজনদের সঙ্গে দুদিনে তিন দফা বৈঠক করেছে সার্চ কমিটি। এবার দেশের আটজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কমিটি। আজ মঙ্গলবার বিকাল ৪টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আমন্ত্রণ পাওয়া সাংবাদিকরা হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী ও ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

গত ২৭ জানুয়ারি সংসদে পাস হওয়ার ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’ এর আলোকে গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে কমিটির অন্য পাঁচ সদস্য রয়েছেন হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্তের জন্য সার্চ কমিটির জন্য সময় ১৫ দিন, সেই অনুযায়ী তাদের হাতে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। এদিকে গতকাল সোমবারই কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হয়। সার্চ কমিটির হাতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। এরই মধ্যে সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। এ ১০ জনের মধ্য থেকে সিইসিসহ ৫ জনকে নিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।

প্রস্তাবিত ব্যক্তির নাম

অজয় দাস গুপ্ত, অ্যাডভোকেট মো. আব্দুল মোতালেব মিয়া, অ্যাডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক ড. প্রকৌশলী এম শামীম জেড বসুনিয়া, অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক একেএম মোস্তাফা জামান, অধ্যাপক জাকিয়া পারভীন, অধ্যাপক ড. আবু সালেহ মাহফুজুল বারী, অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, অধ্যাপক ড. এএ মামুন, অধ্যাপক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী, অধ্যাপক ড. গোলাম রহমান অধ্যাপক, ড. নাজমা শাহীন, অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন অধ্যাপক, ড. মো. নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, অধ্যাপক ড. হারুন অর রশিদ, অধ্যাপক ড. জহুরুল আলম, অধ্যাপক ডা. কাজী দীন মোহম্মদ, অধ্যাপক ডা. সেলিমুর রহমান, অধ্যাপক ডা. সুফিয়া রহমান অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অশোক কুমার বিশ্বাস, আব্দুর রশিদ আনিসুর রহমান, আ আ ম স আরেফিন সিদ্দিক, আখতারী মমতাজ, আবুল হাশেম উজ্জল, বিকাশ দত্ত, এএইচএম শামসুদ্দিন চৌধুরী, একেএম মনোয়ার হোসেন আখন্দ, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, এম হাসান ইমাম, এসএম আব্দুল ওয়াহাব, এসএম হারুন-অর-রশীদ, এয়ার কমোডর (অব.) ইসফাক ইসলাম চৌধুরী, এয়ার কমোডর শফিক এলাহী, কাজী গোলাম মোস্তফা, কাজী রওশন আক্তার, কাজী রিয়াজুল হক, কাজী হাবিবুল আউয়াল, কামরুন নাহার, কৃষিবিদ ইকবাল বাহার, কৃষিবিদ একেএম সাইদুল হক চৌধুরী, কৃষিবিদ ওয়ারেস কবির, কৃষিবিদ ড. মো. আফজাল, কৃষিবিদ প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ, কৃষিবিদ প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম, কৃষিবিদ মীর শহীদুল ইসলাম, কৃষিবিদ মো. এমদাদুল হক চৌধুরী, কৃষিবিদ মো. নুরুল ইসলাম, কৃষিবিদ মো. মোখলেছুর রহমান, খান মো. আবদুল মান্নান, খোন্দকার মিজানুর রহমান, খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার হাসান শাহরিয়ার, গাজী মো. মহসিন, গীতি আরা সাফিয়া চৌধুরী, ছহুল হোসাইন, জালাল আহমেদ, জেনারেল (অব) ইকবাল করিম ভূঁইয়া, অপরূপ চৌধুরী, অশোক মাধব রায়, আব্দুল্লাহ শাহাদাত খান, আব্দুল মালেক মিয়া, আব্দুল মতিন, আব্দুল হালিম, আবু সাঈদ খান, আবদুল মালেক, আবদুস সামাদ, আবুল কালাম আজাদ, আশরাফ আলী, ইকরাম আহমেদ, ইলিয়াস কাঞ্চন, ইসরাইল হোসেন, এএএম মনিরুজ্জামান, এএইচএম সাদিকুল হক, একেএম শামসুল ইসলাম, এএফএম ইসমাইল চৌধুরী, এএলএম আব্দুর রহমান এনডিসি, একেএম শহীদুল হক, বিপিএম, এজাজুর রসুল, এমকে রহমান, এম জানিবুল হক, এম সাখাওয়াত হোসেন, এমএ হান্নান, এম নাজিম উদ্দিন আল-আজাদ, এম মোসাদ্দেক হোসেন, মেজর জেনারেল প্রতীক পিএসসি, (অব), এসএম রেজাউল করিম, এসএম হারুন-উর-রশীদ, এসএম আব্দুল ওয়াহাব, কালাচাঁদ ম-ল, জ্যোতি বিকাশ বড়ুয়া, জিল্লার রহমান, জেনারেল জামিল ডি আহসান বীর প্রতীক পিএসসি (অব), জেসমিন টুলি, জহুরুল আলম, ড. এম শমসের আলী, ড. তোফায়েল আহমেদ, ড. মো. নাসির উদ্দিন, তারিক-উল-ইসলাম, দীপক কুমার দত্ত, নজিবুর রহমান, ফিরোজা আক্তার, ফয়েজ আহমেদ ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব) সাইদুর রহমান খান, এনডিসি, পিএসসি, বেলায়েত হোসেন, মাহাবুব হোসেন, মিকাইল শিপার, মেসবাহুল আলম, মো. আব্দুল মজিদ, মো. আবু বাকার সিদ্দীকী খান, মো. আবুল কাশেম, মো, ইউসুফ, মো. জানিবুল হক, মো. দলিল উদ্দিন, মো. নাসির উদ্দিন আহমেদ, মো. মুস্তাফিজুর রহমান, মো. রাফিউজ্জামান, মো. শাহজাহান আলী মোল্লা, মো. সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল, মোস্তাফা কামাল উদ্দিন, মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ জামিল খান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মজিবুর রহমান, মোহাম্মদ মজিবর রহমান (মুজিব), মোহাম্মদ শফিউল আজম, মুহাম্মদ ইকবাল সোবাহান, মুহাম্মদ মাহফুজুর রহমান, মো. আকবর হোসেন মৃধা, মো. আনিছুর রহমান, মো. আনোয়ারুল ইসলাম সিকদার, মো. আনসার আলী খান, মো. আফতাব উদ্দিন, মো. আব্দুল মজিদ, মো. আব্দুল হাই, মো. আবদুল মোতালিব মিয়া, মো. আবদুস সামাদ, মো. আবুল হাশেম, মো. আমিনুল ইসলাম (বুলু), মো. আলমগীর, মো. ইকবাল হোসেন, মো. ইদ্রিস মিয়া, মো. ওয়াসিউজ্জামান আখন্দ, মো. কামাল উদ্দিন তালুকদার, মো. কুদ্দুস খান, মো. গোলাম মোস্তফা, মো. নূর-উর-রহমান, মো. নুরুন নবী তালুকদার, মো. নুরুল ইসলাম চৌধুরী, মো. নুরুল হুদা, মো. মাহবুবর রহমান দুলাল ওরফে সরকার দুলাল মাহবুব, মো. মঞ্জুর কাদের খান পিপিএম, মো. শামসুল আরেফিন আরিফ, মো. শাহজাহান মিয়া, মো. শহিদুজ্জামান, মো. হুমায়ুন খালিদ, রওনক মাহমুদ, রোকসানা কাদের, শ্যামল কান্তি ঘোষ, শামসুন নাহার বেগম, শাহাদাৎ হোসেন এফসিএ, শেখ বশিরউদ্দিন, স্বপন কুমার সরকার, সাইদুর রহমান খান, সাঈদ মাহেমেন বকশ (কল্লোল), সাখাওয়াত খান, সিরাজুল হক খান, সেলিমা খাতুন, সৈয়দ এনায়েত হোসেন, সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, হেলাল উদ্দিন আহমেদ, হেলাল কবির চৌধুরী, হোসেন শহীদ আহমদ, ড. আতিউর রহমান, ড. আনোয়ারা বেগম, ড. আফরোজা পারভীন, ড. আব্দুল্লাহ আল মারুফ, ড. আহসান মনসুর, ড. একেএম আখতারুল কবির, ড. একেএম আবুল কাশেম, ড. জ্যোতি প্রকাশ দত্ত, ড. জাফর আহমেদ খান, ড. ডালেম চন্দ্র বর্মণ, ড. তাসনিম সিদ্দীকী, ড. তোফায়েল আহমেদ, ড. নাজমা শাহীন, ড. নজরুল ইসলাম আল মারূফ আল মাদানী, ড. বিনায়ক সেন, ড. বদিউল আলম মজুমদার, ড. মিহির কান্তি মজুমদার, ড. মেঘনা গুহঠাকুরতা, ড. মো. শাহজাহান, ড. মোহাম্মদ আব্দুল মজিদ, ড. মোহাম্মদ জাকারিয়া, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. মোহাম্মদ সাদিক, ড. মো. আব্দুল আলীম, ড. মো. শাজাহান, ড. মো. সুলতান মাহমুদ, ড. শাহদীন মালিক, সাইফুল ইসলাম দিলদার, ড. ফৌজিয়া মোসলেম, ডা. নাজমুন নাহার, ডা. সারোয়ার আলী, ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম, ডা. মো. সিরাজ দৌলা, ডিএইচএম মনিরুদ্দিন, ডা. মো. শফিকুর রহমান দেওয়ান, মো. শফিউল্লাহ, প্রফেসর ড. আবুল কাশেম ফজলুল হক, প্রফেসর ড. এসএম আনোয়ারা বেগম, প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুলাহ, প্রফেসর ড. ফরিদা আদিব খানম, প্রফেসর ড. আবদুল আউয়াল, প্রফেসর ড. মনজু, প্রফেসর নাসরিন আহমেদ, প্রশান্ত কুমার দাশ, প্রফেসর সাদেকা হালিম, ফৌজিয়া মোসলেম, ব্রিগেডিয়ার জেনারেল (অব) সেলিম মাহমুদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবীব, ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. রেফায়েত উল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল-আযাহার, ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুস সোবহান, বিচারপতি আবু বকর সিদ্দীকী, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি মুসা খালেদ, আনোয়ারা বেগম, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিবি রাসেল, বিশ্বাস লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এসএম বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. কবির আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আনসার আলী খান, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার হোসেন, ভীম চরণ রায়, মুক্তিযোদ্ধা শমসের কবির চৌধুরী, মাজহারুল হক খন্দকার (কায়সার) জে.ডি, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, মিস রাশিদা সুলতানা, মিসেস মনিরা খান, মেজর আবু নাসের মো. ইলিয়াস, মেজর জেনারেল (অব) আ ন ম মুনীরুজ্জামান, মেজর জেনারেল (অব) সালেহউজ্জামান, মেজর জেনারেল (অব) আবু নাছের মো. ইলিয়াস, মেজর জেনারেল (অব) আবদুর বারী, মেজর জেনারেল (অব) মউনুল ইসলাম, মেজর জেনারেল (অব) মো. মাসুদ রেজওয়ান, মেজর জেনারেল (অব) মোহাম্মদ আলী সিকদার, মেজর জেনারেল (অব) রফিকুল ইসলাম, মেজর জেনারেল (অব) সাখাওয়াত হোসেন, মেজর জেনারেল (অব) হারুনুর রশিদ, মো. আবুল কাসেম, মো. মোমতাজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা, মনসুরুল হক চৌধুরী, মুশফিকা ইকফাত, মো. আবদুল মান্নান, মো. গাজী রহমান, মো. জাহাঙ্গীর মোল্লা, মো. ফখরুদ্দিন, মো. ফাইজুর রহমান, মো. বদরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. শামসুল হক, মো. শাহ আলম মিয়া, মো. শহীদুজ্জামান, মো. সফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান, রাশেদা কে চৌধুরী, রোকেয়া কবীর, রোকন উদ-দৌলা, লে. জে. মো. শফিকুর রহমান, লে. কর্নেল (অব) কাজী সাজ্জাদ আলী জহির, লেফটেন্যান্ট জেনারেল (অব) জাফরউল্লাহ্ সিদ্দিক, শাইখুল হাদীছ আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফি, শামসুদ্দিন চৌধুরী মানিক, শেখ ওয়াহিদ্দুজামান, সেলিনা হোসেন, সৈয়দ মিজানুর রহমান, হাজী মো. শাহ আলম মিয়া, হেদায়েতুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির, বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া, ড. আবদুল মজিদ, বিচারপতি ফরিদ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, ড. আবদুল লতিফ মাসুম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877