শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্বে করোনায় মৃত্যু ৫৮ লাখের কাছাকাছি

বিশ্বে করোনায় মৃত্যু ৫৮ লাখের কাছাকাছি

স্বদেশ ডেস্ক:

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫৮ লাখের কাছাকাছি পৌঁছেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৩০৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৯৫ হাজার ৯৬৭ জনে। আর সুস্থ হয়েছেন ৩২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ৬০৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৩৯৩ জন। মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৩৫ হাজার ৯২২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৪ লাখ ৭৬ হাজার ১২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ছয় হাজার ৫৪৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৫৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৩৫ হাজার ১৮৯ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877