সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

আদালতের রায়ের অপেক্ষায় আছি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

স্বদেশ ডেস্ক:

ভারতের কর্নাটকে হিজাব পরে কলেজে যাওয়ার কারণে বিরোধীদের রোষানলে পড়েছিলেন স্থানীয় শিক্ষার্থী মুসকান খান। বিরোধীদের জবাবে একাই পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে ব্যাপক সমালোচনায় এসেছেন মুসকান। তার সাহসের প্রশংসা করছে নেট দুনিয়া। আছে পাল্টা সমালোচনাও।

এদিকে হিজাব পরা নিয়ে দুটি পিটিশনের শুনানি চলছে কর্নাটকের হাইকোর্টে। দুই দিনের শুনানির পর আদালত গতকাল জানিয়েছি, বিষয়টি আরও বৃহত্তর বেঞ্চে আলোচনা হওয়া উচিত। এর আগে সবাইকে শান্তি ও সৌহার্দ বজায় রাখার আহ্বান জানিয়েছে আদালত।

মুসকান জানিয়েছেন, তিনি রায়ের অপেক্ষায় আছেন এবং হিজাবের বিষয়ে আদালতের সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। মুসকান খান কর্র্নাটক রাজ্যের পিইএস কলেজ অব আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্সের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। কলেজটি রাজ্যের মান্দিয়া জেলায় অবস্থিত এবং বোরকা পরে যাওয়ার কারণেই মঙ্গলবার কলেজ চত্বরে হিজাববিরোধীদের রোষানলে পড়েন।

অত্যন্ত সাহসিকতার সঙ্গে শত শত হিজাববিরোধীর ‘জয় শ্রী রাম’ স্লোগানের পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন তিনি। অনলাইনে এই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই তরুণী স্কুটার পার্কিংয়ে রেখে কলেজ ভবনের দিকে হাঁটছেন। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় এবং তার দিকে এগিয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ