স্বদেশ ডেস্ক:
আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২২, মংগলবার নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত হবে।
এদিন আটলান্টিক সিটির ১০৯, উত্তর ফ্লোরিডা এভিনিউর ভেনুতে অনুষ্ঠিতব্য ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, ভজন, ধর্মীয় সংগীত পরিবেশন , প্রসাদ বিতরন ইত্যাদি।
উল্লেখ্য, ধর্মসভার কার্যক্রম সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। আটলান্টিক সিটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছে। ধর্মসভায় প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহন করবেন।
ধর্মসভার আয়োজকরা সনাতন ধর্মাবলম্বীদের উক্ত ধর্মসভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।