রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

তালেবান-পাকিস্তান মিঠা থেকে তিতা হচ্ছে সম্পর্ক

তালেবান-পাকিস্তান মিঠা থেকে তিতা হচ্ছে সম্পর্ক

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তানের ভেতর থেকে চালানো হামলায় সীমান্তে পাকিস্তানের পাঁচ সেনা নিহত হয়েছেন। শনিবার রাতে পাকিস্তানের কুররম জেলায় অবস্থিত আফগান সীমান্তে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। আল জাজিরা বলছে, এসব কারণে এবং সীমানা নির্ধারণ নিয়ে দ্বিমত ও পাকিস্তানের তালেবান গোষ্ঠীকে সমর্থন করার কারণে তালেবানের সঙ্গে পাকিস্তানের মিঠা সম্পর্ক তিতা হয়ে উঠছে দিনকে দিন।

গত বছরের আগস্টে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর এ নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তান থেকে পাকিস্তানি সেনাদের ওপর হামলার ঘটনা ঘটল। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে কর্মকাÐ পরিচালনা করছে। পাকিস্তান এর তীব্র নিন্দা জানাচ্ছে। ইসলামাবাদ আশা করে, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে নিজেদের ভ‚খÐ থেকে পাকিস্তানবিরোধী কর্মকাÐ পরিচালিত হতে দেবে না।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, ‘প্রতিশ্রæতি অনুযায়ী, এ ধরনের ক্রস বর্ডার হামলা বন্ধ করা উচিত তালেবানের।’ হামলা ছাড়া আরেকটি কারণে কাবুল ও ইসলামাবাদের সম্পর্কে চিড় বাড়ছে। আফগান তালেবান পাকিস্তানের তালেবান বা টিটিপির প্রতি সমর্থন এখনো জারি রেখেছে।

এতে সম্পর্কের সাঁকো ভাঙবে বৈ কমবে না, এমনটাই মনে করেন ইসলামাবাদভিত্তিক গবেষক রাজা খান। তিনি আল জাজিরায় এক মন্তব্য প্রতিবেদনে বলেছেন, ‘তালেবান শাসনে আফগানিস্তানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এতে আগামী মাসগুলো আরও বেশি জটিল ও অনিশ্চিত হয়ে উঠবে। সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতার আশা তাই নিকট ভবিষ্যতে মরীচিকাই বলে মনে হয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877