বুধবার, ১৫ মে ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

ইউপি ভোটে প্রাণহানির দায় নেবে না ইসি

ইউপি ভোটে প্রাণহানির দায় নেবে না ইসি

স্বদেশ ডেস্ক:

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। শেষ ধাপের এই নির্বাচনে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তার দায় নেবে না নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ দাবি করেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইউপির সাত দফা ভোটে নির্বাচনী সহিংসতায় কতজন মারা গেছেন, জানতে চাইলে ‘সেই তথ্য এই মুহূর্তে নেই’ বলে জানান অশোক কুমার দেবনাথ। তবে আজকের শেষ ধাপের ভোটে নির্বাচনী সহিংসতায় দুজন মারা গেছেন জানিয়ে ইসির এই অতিরিক্ত সচিব বলেন, ‘স্থানীয়ভাবে ভোটকেন্দ্রে গোলমালের জন্য ভোটকেন্দ্রের বাইরেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুরো প্রতিবেদনটি এখনো আমরা পাইনি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সাত দফার ভোটে প্রাণহানির ঘটনায় কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ছিল কি না, জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘কমিশনের ব্যর্থতা নাই এখানে। প্রাণহানিগুলোর দায়দায়িত্ব কমিশনের ওপর সরাসরি পড়ে না। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তারা এই বিষয় দেখবে। তারপরও যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তার জন্য আমরা দুঃখিত।’

সব মিলিয়ে ইউপি নির্বাচন কেমন হয়েছে, এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘ভালো নির্বাচন হয়েছে। মোটামুটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন, স্থানীয় পর্যায়ের জনগণ যে ভোটমুখী হয়েছে, এটা আশাব্যঞ্জক দিক। ভোটের হার বেশি আছে।’

অতিরিক্ত সচিব জানান, সপ্তম ধাপে আজ ১৩৬ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে সাতটি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট হয়েছে। সহিংসতার কারণে ছয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তখন পর্যন্ত ইভিএমে ভোট পড়েছে ৬১ দশমিক ৫৩ শতাংশ এবং ব্যালটে পড়েছে ৬৫ শতাংশের বেশি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877