রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে বাসের চাপায় নিহত ২, আহত ৩

কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে বাসের চাপায় নিহত ২, আহত ৩

স্বদেশ ডেস্ক:

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো.বায়জীদ (১৪) ও মো.সেলিম তালুকদার (৪৭)। পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

আজ বুধবার সকাল সাতটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ইজি বাইকে থাকা মামুন (২৩), মিজান (৩৫) ও আরাফাত (২৫) নামে অপর তিন যাত্রী গুরুতর আহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি সকালে যাত্রী নিয়ে কলাপাড়ায় দিকে আসছিলো। এসময় ঢাকা থেকে কুয়াাকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ওই বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন।

জানা যায়, মৃত বাইজিদ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. ইউনুচের ছেলে। সে দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যলয় চতুর্থ শ্রোণী ছাত্র ও মো.সেলিম তালুকদার ইউনিয়নের গামইরতলা গ্রামের তানজের আলী তালুকদারের ছেলে।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877