স্বদেশ ডেস্খ:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম সপরিবারে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ দেখা দেওয়ার পর মঙ্গলবার পরীক্ষা করা হলে তাদের ফল পজিটিভ আসে।
মেয়র আতিকের বাসার সবাই অর্থাৎ মেয়র, তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম, মেয়ে বুশরা ও গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছে ডিএনসিসির জনসংযোগ শাখা।
মেয়রের পরিবার চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় রয়েছেন। প্রয়োজনে মেয়র হাসপাতালে ভর্তি হবেন।
মেয়র আতিকুল ইসলাম নিজের ও পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
২০২০ সালের ১২ অক্টোবর মেয়র আতিক সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন।
১৯৬১ সালের পহেলা জুলাই জন্ম নেওয়া আতিকুল ইসলাম বাংলাদেশের একজন সফল ব্যবসায়ীও। তিনি ২০১৩-২০১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির দায়িত্ব পালন করেন। এর পর আওয়ামী লীগের মনোনয়নে দুই দফা মেয়র নির্বাচিত হন।