রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

ইকুয়েডরে ভূমিধসে নিহত ২৪

ইকুয়েডরে ভূমিধসে নিহত ২৪

স্বদেশ ডেস্ক:

ইকুয়েডরের কুইটোতে সোমবার ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসে অন্তত ২৪ জন লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৭ জন।

যুক্তরাষ্ট্রের সাংবাদমাধ্যম গার্ডিয়ানের বরাত দিয়ে কুইটোর মেয়র সান্তিয়াগো গার্ডেরাস মঙ্গলবার জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ফলে ২৪ জন লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪৭ জন আহত হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

কুইটোতে কাদামাটির পুরু স্তরের নিচে চাপা পড়ে আছে রাস্তাঘাটসহ অনেক বাড়িঘর। দুই দশকের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দক্ষিণ আমেরিকার দেশটি।

টানা বৃষ্টির ফলে ভয়াবহ ভূমিধস হয় রাজধানী কুইটোর উত্তরাঞ্চলে। পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়ে নিম্নভূমিতে। বিধ্বস্ত হয় বেশ কয়েকটি বাড়িঘর। উপড়ে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এখনও বর্ষণ অব্যাহত উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায়।

কুইটো শহরের মেয়র জানান, সোমবার ৭৫ হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বশেষ ২০০৩ সালে একই ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

রয়টার্সের খবরে বলা হয়, ইকুয়েডরের বিভিন্ন জায়গায় বর্তমানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে করে সেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং শত শত বাড়িঘর ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877