রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি

স্বদেশ রিপোর্ট:

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরুন নবীকে পুনরায় সভাপতি এবং ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। ২৯  জানুয়ারি (শনিবার) অনলাইন জুম কনফারেন্সে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের নেতাদের অংশগ্রহণের মাধ্যমে এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটিতে আছেন- সভাপতি ড. নুরুন নবী (নিউজার্সি), সহ-সভাপতি রাফায়েত চৌধুরী (নিউইয়র্ক), ফাহিম রেজা নূর (নিউইয়র্ক), সফেদা বসু বিন্ধু (বোস্টন), ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ (মিশিগান), আবু তাহের বীরপ্রতীক (পেন্সিলভেনিয়া), ড. আবু নাসের রাজীব (ক্যালিফোর্নিয়া), নজরুল আলম (ক্যালিফোর্নিয়া), মঞ্জুরুল রুমি কবির (আটলান্টা), আব্দুর রহীম বাদশা (নিউইয়র্ক), জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)।

সম্পাদকমণ্ডলী- সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদ (ক্যালিফোর্নিয়া), যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া (নিউইয়র্ক), কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান ভুইয়া (আটলান্টা), সাংগঠনিক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর (ওয়াসিংটন), বিশেষ প্রকল্প  সম্পাদক শাখাওয়াত আলী (নিউইয়র্ক), আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী বাবুল (নিউইয়র্ক), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক  সৈয়দ মতিউর রহমান সিমু (মিশিগান), কমিউনিটি বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, (নিউইয়র্ক), সোশাল ওয়েলফেয়ার সম্পাদক সিরাজুদ্দিন আহমেদ সোহাগ (নিউইয়র্ক), সংস্কৃতি সম্পাদক অজন্তা সিদ্দিকি (নিউজার্সি), মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আহমেদ মুন্না (ওয়াসিংটন), যুব বিষয়ক সম্পাদক আরেফিন চৌধুরী পিয়াল (আটলান্টা), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন উদ্দিন টিপু (মিশিগান) ও নুরুননবী চৌধুরী শামিম (নিউজার্সি)।

উপদেষ্টামণ্ডলী- সৈয়দ মোহাম্মদ উল্লাহ (নিউইয়র্ক), বেলাল বেগ (নিউইয়র্ক), কবির আনোয়ার (নিউইয়র্ক), ড. বামন দাস বসু (বোস্টন), ড. মহসিন আলী (নিউইয়র্ক), মোরশেদ আলম (নিউইয়র্ক), রথীন্দ্রনাথ রায় (নিউইয়র্ক), শহীদ হাসান (নিউইয়র্ক), ড. সিদ্দিকুর রহমান (নিউজার্সি), দারা বিল্লাহ (ক্যালিফোর্নিয়া), মমিনুল হক বাচ্চু,(ক্যালিফোর্নিয়া), ড. মিজান আর মিয়া (শিকাগো), ড. জামিল তালুকদার (উইসকন্সিন), অধ্যাপক সাহদাত হাসান (নিউইয়র্ক), অধ্যাপক হাসান মাহমুদ (নিউজার্সি), ড. হাসান মামুন (নিউজার্সি), আব্দুস সালাম (নিউজার্সি), ড. মোহাম্মেদ দেলোয়ার হোসেন (আলাবামা), ড. সৈয়দ আশরাফ আহমেদ (ম্যারিল্যান্ড), তাজুল ইমাম (নিউজার্সি), গোলাম মোস্তফা মিরাজ (নিউইয়র্ক), জাহেদুল মাহমুদ জামি (ক্যালিফোর্নিয়া), রাশেদ আহমেদ (নিউইয়র্ক), কৌশিক আহমেদ (নিউইয়র্ক), আতিকুর রহমান (ফ্লোরিডা), ফারুক ভুইয়া (নিউজার্সি),  মীর চৌধুরী (নিউজার্সি), নাহিদ চৌধুরী মামুন (নিউজার্সি), বেদারুল ইসলাম বাবলা (নিউইয়র্ক), ড. মোহাম্মদ আলী মানিক (আটলান্টা), সাজ্জাদ জহীর (নর্থ ক্যারোলিনা), ড. মাসুদ হাসান (নিউইয়র্ক), ড. সজিদ কামাল (ম্যাচাসুচেস্ট), নিনি ওয়াহেদ (নিউইয়র্ক), অধ্যাপিকা হোসনে আরা (নিউইয়র্ক), শীতাংশু গুহ (নিউইয়র্ক), হেলালুর করিম (ক্যানেক্টিকাট), হাকিকুল ইসলাম খোকন (নিউইয়র্ক), হাবিব আহমেদ টিয়া (ক্যালিফোর্নিয়া), আফরোজা জামিল কঙ্কা (ক্যালিফোর্নিয়া), মতিন চৌধুরী (ক্যালিফোর্নিয়া), ইঞ্জিনিয়ার ভুইয়ান (ফ্লোরিডা)।

সদস্য-  ড. জিনাত নবী (নিউজার্সি), নাজনীন হোসেন (নিউজার্সি), ইরানী আমিন (নিউজার্সি), ড. ফারুক আজম (নিউজার্সি), হাজি এনাম (নিউইয়র্ক), আবদুর রহমান (নিউইয়র্ক), মকবুল হোসেন তালুকদার (নিউইয়র্ক), দেওয়ান বজলু চৌধুরী  (নিউজার্সি), গোপাল সান্যাল (নিউইয়র্ক), শুভ রায় (নিউইয়র্ক), তাহমিনা শহীদ (নিউইয়র্ক), ড. দিলীপ নাথ (নিউইয়র্ক), ফরিদা আরভি (বোস্টন), আবদুল লতিফ বিশ্বাস (নিউইয়র্ক), রুহুল ভুঁইয়া (নিউইয়র্ক), শেখ আতিকুল ইসলাম (নিউইয়র্ক), মো. মনির হোসেন (নিউইয়র্ক), অভিনাশ আচার্য (নিউইয়র্ক), ইসমাইল হোসেন স্বপন (নিউইয়র্ক), জিএইচ আরজু (নিউইয়র্ক), বি এম হোসেন হিরু ভুঁইয়া (নিউইয়র্ক), রেজাউল করিম চৌধুরী (নিউইয়র্ক), খুরশিদ আনোয়ার বাবলু (নিউইয়র্ক), স্বপন কর্মকার (নিউইয়র্ক), শিবলী সাদিক (নিউইয়র্ক), মিয়ান হেলালি (নিউজার্সি), অধ্যাপক নবেন্দু দত্ত (নিউইয়র্ক), ড. টমাস দুলু রায় (নিউইয়র্ক), মিনহাজ আহমেদ (নিউইয়র্ক), মিথুন আহমেদ (নিউইয়র্ক), লুতফুন রহমান লতা (নিউইয়র্ক), ড. আবদুল বাতেন (নিউইয়র্ক), আজমল আলী (নিউজার্সি), সন্তোষ বড়ুয়া (ওয়াসিংটন), ওসমান গনী (বোস্টন), মাহফুজ রহমান (বোস্টন), মিশা রহমান (বোস্টন), জাকির হোসেন (বোস্টন), মোরশেদা খাতুন (বোস্টন),  জাহিদ ওসমান মামুন (বোস্টন), মহিতোস তালুকদার তাপস (বোস্টন) ও রেজাকুল হায়দর ফরিদ (বোস্টন)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877