স্বদেশ ডেস্ক:
রুটিন দায়িত্বপালনকালে ৮০ বছর বয়সোর্ধ্ব এক বৃদ্ধ গাড়িচালককে দাঁড় করিয়েছিলেন যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ারের পুলিশের কর্মকর্তারা।
এ সময় কাগজপত্র দেখতে চাইলে বৃদ্ধ জানান, ১২ বছর বয়স থেকে গাড়ি চালাচ্ছেন, কিন্তু কখনো লাইসেন্স করাননি। এমনকি গাড়িবিমাও নেই তার।
বুধবার শনাক্ত হওয়া লাইসেন্সবিহীন ওই বৃদ্ধ গাড়িচালকের জন্ম ১৯৩৮ সালে। তিনি জানিয়েছেন, অত অল্প বয়স থেকে গাড়ি চালালেও কোনোদিনই পুলিশি বাধার মুখে পড়তে হয়নি।
এ কারণে লাইসেন্স করার মতো বাধ্যবাধকতা তৈরি হয়নি তার। অর্থাৎ টানা ৭০ বছরেরও বেশি সময় পুলিশের নজর এড়িয়ে গাড়ি চালিয়েছেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, সৌভাগ্যবশত তিনি কখনো দুর্ঘটনা ঘটাননি, কাউকে আহত করেননি বা কারও আর্থিক ক্ষতির কারণ হননি।