শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা : মস্কো কূটনীতি পরিহার করলে পরিস্থিতি হবে ‘ভয়াবহ’

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা : মস্কো কূটনীতি পরিহার করলে পরিস্থিতি হবে ‘ভয়াবহ’

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা সতর্ক করেছেন যে রাশিয়া যদি ইউক্রেনের সাথে তাদের দ্বিমতগুলো সমাধানের জন্য সামরিক শক্তি প্রয়োগ করে, তাহলে তাতে করে রাশিয়া সংশ্লিষ্ট সকল পক্ষের জন্যই মৃত্যু ও ধ্বংসযজ্ঞের একটি পথ তৈরি করবে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ এর চেয়ারম্যান, জেনারেল মার্ক মিলি শুক্রবার পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কড়া সতর্কবার্তা জারি করেন। তারা দুজনেই জোর দিয়ে বলেন যে বিপর্যয় এড়ানো সম্ভব হবে, যদি মস্কো সংঘর্ষের দ্বারপ্রান্ত থেকে পিছনে হটতে রাজি হয়। এ ধরণের সংবাদ সম্মেলন বেশ বিরল একটি ঘটনা।

সাংবাদিকদের মিলি বলেন, ‘স্থল বাহিনী, গোলন্দাজ বাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমানবাহিনী, সব মিলিয়ে যে ধরণের শক্তি সন্নিবেশিত করা হয়েছে, সেটি যদি ইউক্রেনে প্রয়োগ করা হয়, তাহলে সেটি গুরুতর, বেশ গুরুতর হবে।’

তিনি বলেন, ‘সেটির ফলে উল্লেখযোগ্য সংখ্যক লোক হতাহত হবে। আর আপনি সহজেই কল্পনা করতে পারেন যে জনবহুল শহুরে এলাকায় সেটির চিত্র কেমন হতে পারে। সেটি ভয়ানক হবে। সেটি ভয়াবহ হবে। এবং তেমনটি হওয়ার কোনো প্রয়োজন নেই।’

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাটি এমন সময় এলো, যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার মুখোমুখি অবস্থান একেবারে ভারসাম্যের প্রান্তে গিয়ে পৌঁছেছে।

শুক্রবার আরো পরে, প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদকর্মীদের বলেন যে তিনি পূর্ব ইউরোপে উপস্থিত ন্যাটোর বাহিনীতে যুক্তরাষ্ট্রের আরো সৈন্য যোগ করবেন।

পেনসিলভেনিয়াতে একটি ভাষণ শেষে ওয়াশিংটনে ফিরে বাইডেন বলেন, ‘আমি পূর্ব ইউরোপ ও ন্যাটো দেশগুলোতে নিকট ভবিষ্যতে আরো সৈন্য স্থানান্তরিত করব। তবে সেটা সংখ্যায় খুব বেশি নয়।’
সূত্র : ভয়েস অব আমেরিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877