শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
করোনায় শারীরিক ক্ষতির নতুন যে তথ্য দিলেন বিজ্ঞানীরা

করোনায় শারীরিক ক্ষতির নতুন যে তথ্য দিলেন বিজ্ঞানীরা

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণে শারীরিক ক্ষতি প্রসঙ্গে নতুন তথ্য সামনে আনলেন বিজ্ঞানীরা। তারা বলছেন, করোনার উপসর্গ দীর্ঘদিন রয়েছে, এমন ব্যক্তিদের অনেকের ফুসফুসের ক্ষতি হচ্ছে। তবে এই ক্ষতি প্রচলিত পরীক্ষায় শনাক্ত হচ্ছে না।

বিবিসির খবরে বলা হয়েছে, এ নিয়ে যুক্তরাজ্যে একটি প্রাথমিক গবেষণা হয়েছে। গবেষকেরা বলছেন, সাধারণ যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তাতে ফুসফুসের এই ক্ষতির বিষয়টি জানা যায় না। গবেষকেরা এ জন্য জেনন গ্যাসের পরীক্ষা চালিয়েছেন।

করোনার উপসর্গ দীর্ঘদিন রয়েছে, এমন ব্যক্তিদের অনেকের ফুসফুসের ক্ষতি হচ্ছে। সংগৃহীত ছবি

 

এই গবেষণার জন্য ১১ জন করোনাজয়ীকে বেছে নেওয়া হয়েছিল। এই ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়নি। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন তারা শ্বাসকষ্টে ভুগেছেন।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু দ্রুত সেরে উঠেছেন, এমন ১২ জনকে এবং পুরোপুরি সুস্থ ১৩ জনকেও এই গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল।

এ নিয়ে বড় পরিসরে গবেষণা চললেও প্রাথমিক গবেষণার বরাত দিয়ে গবেষকেরা বলেছেন, দীর্ঘদিন করোনায় ভুগলে কেন শ্বাসকষ্টজনিত জটিলতা হচ্ছে, সে বিষয়টি সামনে এসেছে। যদিও শ্বাসকষ্ট-সংক্রান্ত জটিলতার পেছনে আরও অনেক ও জটিল কারণ রয়েছে।

যাদের ওপর এই পর্যবেক্ষণ চালানো হয়েছে, তাদের জেনন গ্যাস দিয়ে শ্বাসের ব্যবস্থা করা হয়। সংগৃহীত ছবি

 

এই গবেষণার জন্য ইউনিভার্সিটি অব শেফিল্ডের বিজ্ঞানীরা একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছেন। যাদের ওপর এই পর্যবেক্ষণ চালানো হয়েছে, তাদের জেনন গ্যাস দিয়ে শ্বাসের ব্যবস্থা করা হয়। বিজ্ঞানীরা বলছেন, এই গ্যাস অক্সিজেনের মতোই আচরণ করে। কিন্তু এমআরআই স্ক্যানে এই গ্যাসের গতিবিধি ধরা পড়ে।

ফলে এ থেকে বোঝা গেছে জেনন গ্যাস ফুসফুসের কোন কোন অংশে চলাচল করছে। এর মাধ্যমেই ফুসফুসের ক্ষতির বিষয়টি নির্ণয় করা সম্ভব হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877