সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

পদত্যাগ করবেন না বরিস

স্বদেশ ডেস্ক:

পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বিরোধীদের করা পদত্যাগের দাবি উড়িয়ে দেন তিনি। এর আগে লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনার জেরে বিরোধীদল তার পদত্যাগ দাবি করেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

খবরে বলা হয়, গতকাল বুধবার পার্লামেন্টে এমপিদের প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনায় তাকে প্রশ্নে জর্জরিত করেন বিরোধীরা। একের পর এক অভিযোগের মুখে বরিস বলেন, তিনি কোনো নিয়ম ভঙ্গ করেননি।

এদিন পার্লামেন্টে বিরোধীদল লেবার পার্টির নেতা কির স্টার্মার আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগের দাবি জানান। তবে বিরোধীদের ডাক প্রত্যাখ্যান করেন বরিস। এ সময় অভিযোগ নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তদন্তাধীন বিষয় নিয়ে কথা বলতে আপত্তি জানান বরিস। উল্টো দেশের অগ্রগতির জন্য তার সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি।

২০২০ সালের মে মাসে ডাউনিং স্ট্রিটে মদের পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। মহামারি করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই সরগরম যুক্তরাজ্যের রাজনীতি। বিরোধ দলের পাশাপাশি নিজ দলেও চরম সমালোচিত হন জনসন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877