বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

অবরোধমুক্ত হলো শাবিপ্রবির প্রধান ফটক, উপাচার্যের বাসভবন

অবরোধমুক্ত হলো শাবিপ্রবির প্রধান ফটক, উপাচার্যের বাসভবন

স্বদেশ ডেস্ক:

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমীন হকের অনুরোধে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের প্রধান ফটক ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিং শেষে ক্যাম্পাসের সব অবরোধ তুলে নেন তারা। তবে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের একজন মুখপাত্র।

এর আগে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমীন হকের অনুরোধে বুধবার সকাল ১০টা ২০ মিনিটে টানা ১৬৩ ঘণ্টা ১৭ মিনিটের অনশন ভাঙেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৩ শিক্ষার্থী। তাদের সঙ্গে অনশন ভাঙেন পরবর্তী সময়ে যোগ দেওয়া বাকি পাঁচ শিক্ষার্থীও।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি শুরু হওয়া প্রাধ্যক্ষবিরোধী আন্দোলনে পুলিশের হামলার পর ১৬ জানুয়ারি উপাচার্যের পদত্যাগের আন্দোলনে রূপ নেওয়ার পরদিন থেকেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে পুলিশের জলকামান ও আর্মড ভেহিকেল অবস্থান নিলে শিক্ষার্থীরা প্রধান ফটক অবরুদ্ধ করে ফেলেন। পরে ২৩ জানুয়ারি উপাচার্যের বাসভবনের ভেতরে পুলিশ ও সাংবাদিক ছাড়া বাইরে থেকে কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে অবরোধ সৃষ্টি করে শিক্ষার্থীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877