স্বদেশ ডেস্ক:
ফ্লোরিডা উপকূলে একটি নৌযান ডুবে যাওয়ায় নিখোঁজ ৩৯ জনের সন্ধানে মার্কিন কোস্টগার্ড তল্লাশি অভিযান শুরু করেছে। চরম ঝুঁকি নিয়ে মানব পাচার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড বাহিনী একথা জানিয়েছে।
খবর এএফপি’র।
মিয়ামি কোস্টগার্ড জানায়, তারা ‘একজন ভাল সামারিটানের কাছ থেকে’ খবর পেয়েছিল যে তিনি ফোর্ট পিয়ার্স ইন্টেলের প্রায় ৪৫ মাইল পূর্বে ডুবে যাওয়া একটি জাহাজের কাছ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করেন।
প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যক্তি জানান, নৌযানটি শনিবার রাতে বাহামাসের বিমিনি ছেড়ে যায়। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সেটি ডুবে যায়।
কোস্টগার্ডের পক্ষে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রাণে রক্ষা পাওয়া ওই ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী, জাহাজটিতে থাকা কোনো যাত্রীর লাইফ জ্যাকেট পরা ছিল না।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘কোস্টগার্ড বিমান ও পানিবাহী বিভিন্ন যানবাহনের সাহায্যে নিখোঁজদের সন্ধানে ব্যাপক অনুসন্ধান অভিযান চালাচ্ছে। চরম ঝুঁকি নিয়ে মানব পাচার করতে গিয়ে সেখানে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।’