স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে বিধিনিষেধ চালু হয়েছে পাকিস্তানে। এর অংশ হিসেবেই করোনাভাইরাস প্রতিরোধী টিকার পূর্ণ ডোজ শেষ করা ব্যক্তিদের শুধু মসজিদে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার পাকিস্তানের করোনা সংক্রমণ ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এই নির্দেশনা জারি করে।
করোনা সংক্রমণ প্রতিরোধে পাকিস্তানের মসজিদে বাধ্যতামূলক বিধি নিষেধের মধ্যে রয়েছে,
• মসজিদের ভেতর বাধ্যতামূলক মাস্ক পরা
• মসজিদের কার্পেট তুলে ফেলা
• মুসল্লিদের মধ্যে ছয় ফুট দূরত্ব রাখা
• বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের মসজিদে না আসা
• ঘন ঘন হাত স্যানিটাইজেশন করা
• মসজিদে যথাসম্ভব মুসল্লিদের সীমা নির্ধারণ করা
• ঘর থেকেই মুসল্লিদের ওজু করে আসা
• আলো-বাতাস চলাচলের জন্য মসজিদের দরজা-জানালা খোলা রাখা
• খোলা জায়গায় নামাজ আদায়ের চেষ্টা করা
• জুমায় সংক্ষিপ্ত খোতবা দেয়া
২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়।
সারাবিশ্বে করোনা সংক্রমণ পর্যবেক্ষণকারী জরিপ ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের মতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত পাকিস্তানে করোনাভাইরাস সংক্রমণে মোট ১৩ লাখ ৮৬ হাজার তিন ৪৮ জন শনাক্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার এক শ’ ৩৭ জনের। অপরদিকে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট ১২ লাখ ৭১ হাজার ৮৭ জন।
সূত্র : জিও নিউজ