বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

সরকারের ‘বন্দিশালা’ থেকে জাতিকে মুক্ত করতে দরকার ঐক্যবদ্ধ আন্দোলন : রিজভী

সরকারের ‘বন্দিশালা’ থেকে জাতিকে মুক্ত করতে দরকার ঐক্যবদ্ধ আন্দোলন : রিজভী

স্বদেশ ডেস্ক:

বর্তমান সরকারের `বন্দিশালা’ থেকে জাতিকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের পতন ঘটাতে সবাইকে এক হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপির সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

রিজভী বলেন, ‘আপনারা (সরকার) ভয় দেখিয়ে বিরোধীদলকে থামাতে পারেন। কিন্তু আমেরিকা, জার্মান, বৃটেনের মুখ বন্ধ করবেন কীভাবে, তারা কি দেখে না? তারা সবই দেখছে। র‌্যাবের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা কি অযৌক্তিক? তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।’

রিজভী বলেন, ‘যারা গণতন্ত্র মুক্তির জন্য লড়াই করছে, তারা আজ কেউ ভালো নেই। বৈশ্বিক মহামারির চেয়ে জাতীয় মহামারিতে বেশি আক্রান্ত দেশ। জাতি আজ ভীতিকর অবস্থায় রয়েছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিরোধীদল আজ প্রতিবাদ করলে, কর্মসূচি দিলে গুম হতে হয়, বিচার বহির্ভুতভাবে হত্যা করা হয়। রেহাই পান না মিডিয়া কর্মীরাও। তাদেরও বন্দি করা হচ্ছে, গুম করা হচ্ছে লাশ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতায় থাকতে চান। ক্ষমতার ক্ষুধায় মানুষ হত্যা করা হচ্ছে। মন্ত্রীদের দিয়ে মিথ্যা বলানো হচ্ছে। কখন কাকে গুম করবে সেই ভয়ে শঙ্কিত দেশের মানুষ।’

এ সময় রিজভী দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে ১৯ জানুয়ারি ভোরে কেন্দ্রীয়সহ সারাদেশে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ এবং দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।

১৯ জানুয়ারি নয়াপল্টনে ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ২০ জানুয়ারি বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে। দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকে জিয়াউর রহমানের ওপর ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি। ইতিমধ্যে জিয়ার ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছে দলটি।

মহানগর উত্তর কৃষক দলের সভাপতি আসজাদুল আরিশ ডলের সভাপতিত্বে ও শফিকুল রহমান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির আমিরুজ্জামান শিমুল, হায়দার আলী লেনিন, কৃষক দলের নাসির হায়দার, ওমর ফারুক শাফিন, টিএস আইয়ুব, মনিরুল ইসলাম রয়েল, ওবায়দুর রহমান টিপু প্রমুখ বক্তব্য দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877