শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় ভোটগ্রহণ চলছে

নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় ভোটগ্রহণ চলছে

স্বদেশ ডেস্ক: কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে নাটোর ও বাগাতিপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ৮টা থেকে এই দু’টি পৌরসভার ৩৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে এক সাথে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রগুলিতে এসে ভিড় করছেন। এই দুটি পৌরসভায় মেয়র পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ১০২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৭২ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা নির্বাচন অফিসার মোঃ আছলাম জানান, ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ৪ প্লাটুন বিজিবি, স্ট্রাইকিং ফোর্স ২টি, পুলিশের মোবাইল টিম ৬টি, ৯টি করে ওয়ার্ডের প্রতিটিতে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই পৌরসভায় ২ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং র‌্যাবসহ ৬টি টহল পার্টি ও ৩৯ কেন্দ্রের প্রতিটিতে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে চার স্তরেরর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877