শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় কমপক্ষে ২২৫ ব্যক্তি নিহত

কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় কমপক্ষে ২২৫ ব্যক্তি নিহত

স্বদেশ ডেস্ক:

জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় কমপক্ষে ২২৫ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার কাজাখস্তান সরকারের আইন বিষয়ক কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

কাজাখস্তান সরকারের আইন বিষয়ক দফতরে অপরাধ আইন নিয়ে কাজ করা প্রধান কর্মকর্তা (আইনজীবী) সেরিক শালাবায়েভ বলেন, কাজাখস্তানের বিভিন্ন অঞ্চলে সহিংসতায় নিহত ব্যক্তিদের লাশ মর্গে পাঠানো হয়েছে। কাজাখস্তানের এ সাম্প্রতিক সহিংসতায় চার হাজার ৩৫৩ জন আহত হয়েছেন। এসব আহত ব্যক্তিদের মধ্যে তিন হাজার ৩৯৩ ব্যক্তি হলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭৫ ব্যক্তি মারা গেছেন। এসব ব্যক্তি কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় মারাত্মক আহত হয়েছিলেন।

এদিকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ দেশটির আকমোলা ও কোস্তানয় থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। এছাড়া কাজাখস্তানের আরো অনেক এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন ।

সূত্র : আনাদোলু এজেন্সি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877