স্বদেশ ডেস্ক:
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন কমিশনের বিদায় বেলায় এসে একটা ভালো নির্বাচন দেখতে চাই।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, নাসিক নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না, এটা নিয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। আরো সময় বাকি আছে ভোটগ্রহণ শেষ হলে বলা যাবে।
ভোটগ্রহণ স্লো হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নে কোনো মন্তব্য না করে ইসি পাল্টা জানতে চান, আপনাদের কাছে কি অভিযোগ আসছে সেটা বলেন।
ইভিএম মেশিন অনেক কেন্দ্রে কাজ করছে না, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান।