স্বদেশ ডেস্ক:
কুমিল্লার লাকসাম উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী সড়কের কালিয়াচো এলাকায় এ ঘটনা ঘটে।
লাকসাম হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) জসীমউদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। তিন যাত্রী আহত হয়েছেন। বিআরটিসি বাসটি কুমিল্লামুখী ছিল। আহতরা শঙ্কমুক্ত রয়েছেন।