শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘ভোটের দিন পরিস্থিতি অবনতি হলে গুলি চলবে’

‘ভোটের দিন পরিস্থিতি অবনতি হলে গুলি চলবে’

স্বদেশ ডেস্ক:

নেত্রকোণার মোহনগঞ্জে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন পরিস্থিতির অবনতি হলে গুলি চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জহিরুল হক।

আজ বুধবার দুপুরে মোহনগঞ্জের ইউপি নির্বাচন নিয়ে আলাপকালে ওই নির্বাচন কর্মকর্তা এ কথা বলেন। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জহিরুল হক বলেন, ‘এটা আমার কাজ নয়। থানা-পুলিশ বলতে পারবে।’

মোহনগঞ্জে ৭টি ইউনিয়নে ৬৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান। তিনি জানান, শান্তিপূর্ণ ভোটের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সবরকম চেষ্টা চালাবে।

উল্লেখ্য, চতুর্থ ধাপের নির্বাচনে মোহনগঞ্জ উপজেলায় ৭ ইউনিয়নে ২৯ চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত নারী ও মেম্বার পদে ৩৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877