স্বদেশ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নাটঘর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাত সোয়া ১২টায় নবীনগর থানায় মামলাটি দায়ের করেন নিহত এরশাদুলের বাবা বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। আজ রোববার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বন্দুকধারী এরশাদুল (৩৫) ও তার সহযোগী বাদলকে (২৫) লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়। পরে এরশাদুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এরশাদুল আসন্ন নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তার বাবা আবুল কাশেমের অসুস্থতার কারণে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। আর বাদল একই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে।