স্বদেশ ডেস্ক:
ইন্দোনেশিয়ার পুর্বাঞ্চলীয় নুসা তেঙ্গারা এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ আজ মঙ্গলবার সকালে এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয়রা বলছে, ভূমিকম্পের অনুভূতি এতটাই প্রবল ছিল যে তারা ঘর ছেড়ে সামনের রাস্তায় বের হয়ে এসেছিলেন। কয়েক মিনিট ঘরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলেও জানিয়েছেন তারা।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৩ ছিল বলে জানানো হয়েছে।
ভূমিকম্পের পর দেশটির মালাকু, পূর্ব ও পশ্চিম নুসা তেঙ্গারা, উত্তরপূর্বাঞ্চলীয় ও উত্তরাঞ্চলীয় সুলাওয়াসি এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।