স্বদেশ ডেস্ক:
প্রিয়া সাহার বক্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘যার কারণে তার ব্যাপারে হুট করে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। এক্ষেত্রে তার বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করা হবে।’
আজ শনিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
প্রিয়া সাহার বক্তব্যের পেছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে কি না, প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপার আমার কিছু জানা নেই। এ ব্যাপারে প্রিয়া সাহাই ভালো বলতে পারবেন।’
এর আগে গত বুধবার (২৪ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে আবদুল মোমেন বলেন, ‘সরকার তাকে গ্রেপ্তার করবে, এটি আমি বিশ্বাস করি না।’
এর আগেও গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া ১৯টি দেশের ২৭ জন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সাক্ষাৎকালে ট্রাম্পের কাছে নিজের দেশ সম্পর্কে ‘ভয়ঙ্কর’ অভিযোগ করেন প্রিয়া।