স্বদেশ ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের সহপাঠীরা মতিঝিলের শাপলা চত্বরের সামনে অবস্থান নিয়েছেন। মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন তারা।
এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। এবং ঘটনার প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন।
এদিকে ওই ঘটনায় বিচারের দাবিতে গুলিস্তানের সড়কে অবস্থান নিচ্ছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।