স্বদেশ ডেস্ক:
ভারতের করোনার দাপট আরো কমছে। সোমবারের তুলনায় মঙ্গলবার আরো কমল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৭৯ জন, মৃত্যু হয়েছে ২৩৬ জনের।
এক দিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২০২ জন। কমছে অ্যাকটিভ কেসও। মোট আক্রান্তের মাত্র ০.৩৩ শতাংশ রোগী অ্যাকটিভ, যা গত ৫৩৬ দিনের মধ্য়ে সবচেয়ে কম। পুরোদমে শীত পড়ার আগে দেশের কোভিড গ্রাফের এই পতন নিঃসন্দেহে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে আশার বিষয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৮০। সুস্থতার হারও বাড়ছে। ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় একই সময়ের মধ্যে অনেক বেশি রোগী সুস্থ হয়ে উঠছেন।
এদিকে, টিকাকরণও চলছে জোরকদমে। টিকার জোড়া ডোজের পরও বুস্টার ডোজ নেয়ার প্রয়োজনীয়তা নিয়ে স্বাস্থ্যমহলে বিস্তর আলোচনা, চর্চা হয়। তবে সম্প্রতি আইসিএমআর জানিয়ে দিয়েছে, নাগরিকদের বুস্টার ডোজ দেয়া নিয়ে প্রয়োজনীয় কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনো পাওয়া যায়নি।
আইসিএমআরের মতে, জোড়া ডোজ হলেই তা করোনা প্রতিরোধের জন্য যথেষ্ট। সমস্ত নাগরিক যাতে দ্রুত ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও পান, তা দ্রুততার সাথে করার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন