মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সেই তিন বোন থাকতে চায় বাবার কাছে

সেই তিন বোন থাকতে চায় বাবার কাছে

স্বদেশ ডেস্ক:

রাজধানীতে খালার বাসা থেকে ‘নিখোঁজ’ তিন বোন বাবার কাছে থাকতে চায়। অবহেলা ও অনাদরের কারণে তারা খালার বাসায় আর যেতে চায় না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গতকাল এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়ে তিন বোন। সেদিনই আদাবর থানায় ডিজি করেন তাদের এক খালা। গণমাধ্যমকে তিনি বলেন, তিন বোন টিকটকে আসক্ত ছিল। তারা কারও প্ররোচনায় বাসা থেকে বের হয়ে গেছে।

গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিপ্লব কুমার সরকার জানান, তিন বোনের বাবা স্কুলশিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ। ২০১২ সালে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তিন বোন মায়ের সঙ্গে থাকত। মায়ের মৃত্যুর পর থাকত দুই খালার সঙ্গে। কিন্তু বাবার সঙ্গে যোগাযোগ করতে পারত না। এর মধ্যে বাবার অসুস্থতার খবর পেয়ে তিন বোন একসঙ্গে খালার বাসা থেকে বেরিয়ে যশোরে বাবার কাছে চলে যায়। পরে যশোর থেকে তাদের উদ্ধার করা হয়।

তিন বোনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুই বোন থাকত খিলগাঁওয়ের এক খালার বাসায়। আরেকজন থাকত আদাবরে আরেক খালার বাসায়। গত বৃহস্পতিবার সকালে তারা গাবতলী থেকে বাসে করে যশোর যায়।

বিপ্লব কুমার সরকার জানান, রবিবার (আজ) দুই বোনের এসএসসি পরীক্ষা আছে। তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। আদালতে তিন বোন নিজেদের বক্তব্য তুলে ধরবে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877