স্বদেশ ডেস্ক:
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান কাকন (৩৫) নামে তাঁতীলীগের এক নেতা খুন হয়েছেন। তিনি শহরের বারান্দি মোল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের ছেলে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোল্লাপাড়া কবরস্থানের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই রিফাত জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কাকন বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেলেন। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহত আব্দুর রহমান কাকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কোনো পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করতে পারে। ঘটনার পর আসামিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।