বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

জাপানের সাবেক রাজকুমারী এখন নিউইয়র্কে

জাপানের সাবেক রাজকুমারী এখন নিউইয়র্কে

স্বদেশ ডেস্ক:

জাপানের সাবেক রাজকুমারী মাকো ভালোবাসার জন্য রাজমর্যাদা বিসর্জন দেওয়ার পর এবার তিনি স্বামীর সঙ্গে নিউইয়র্কের বাসিন্দা হতে যাচ্ছেন। গতকাল রবিবার একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্ক যাত্রা করেন মাকো ও তার স্বামী কোমুরো।

খবরে বলা হয়, টোকিওর বিমানবন্দরে সংবাদকর্মীদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে মাকো-কুমুরো চলে যান। বিমানবন্দরে তাদের বিশেষ নিরাপত্তা দেওয়া হয়। প্রসঙ্গত নিউইয়র্কে আইনজীবী হিসেবে কাজ করছেন কোমুরো। আইনে পড়াশোনাও করেছেন সেখান থেকেই।

প্রসঙ্গত, মাকো ও কুমরো টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়তেন। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। চলতি বছর ২৬ অক্টোবর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বিয়ে করেন।

উল্লেখ্য, জাপানের আইন অনুসারে রাজপরিবারের কোনো নারী সদস্য যদি বাইরের কোনো সাধারণ পুরুষকে বিয়ে করেন তা হলে তিনি রাজ-মর্যাদা হারাবেন। সেই মর্যাদা হারানোকে খুশি মনে মেনে নিয়েই মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মাকো। এ নিয়ে বিশ^ব্যাপী সংবাদমাধ্যমে খবরের শিরোনামও হয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877