স্বদেশ ডেস্ক;
রাজশাহীতে এক নারীকে একদিনেই একসঙ্গে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। রাজশাহীর দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে নুর জাহান বেগম (৫০) নামের ওই নারীর শরীরে একসঙ্গে দুই ডোজ টিকা পুশ করা হয়। তিনি উপজেলার নারায়ণপুর গ্রামের আছের আলীর স্ত্রী।
জানা যায়, এক মাস আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার প্রথম ডোজ টিকা নেন নুরজাহান বেগম। এরপর গত মঙ্গলবার সকালে টিকার দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালে যান তিনি। কিন্তু অদক্ষ কর্মীরা টিকার কাগজ না দেখে পরপর একসঙ্গে দুই টিকা পুশ করেন তার শরীরে।
জানতে চাইলে ভুক্তভোগী নুরজাহান বেগম বলেন, ‘আমি গত এক মাস আগে প্রথম ডোজ টিকা নিই। এরপর গত মঙ্গলবার দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য হাসপাতালে আসার পর প্রথমে আমাকে একটি টিকা দেওয়ার পর আমার টিকার কাগজ দেখে লেখার সময় বলে যে, ওহো এটাতো আপনার দ্বিতীয় ডোজ। ভুল হয়েছে আবার দিতে হবে- এই বলে আমাকে আবার টিকা দেয়। আমি যখন তাকে জিজ্ঞেসা করলাম,আমাকে দুটি টিকা দিলেন কেন? তিনি তখন কোন কথা না বলে আমাকে তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বের করে দিলেন।’
তিনি আরও বলেন, ‘বাড়ি আসার পর আমার টিকা দেওয়া হাতটি ফুলে যায় আর অসহ্য যন্ত্রণা। সঙ্গে মাথা ঘুরা ও চোখে ঝাপসা দেখতে শুরু করলাম। এরপর আমার ছেলে এক চিকিৎসকের পরামর্শে আমাকে ওষুধ খাওয়ানোর পর হাতের ফোলা কমে গেলেও এখনো শরীর অনেক দুর্বল। আর চোখে ঝাপসা দেখছি। ’
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রদানকারী কর্মকর্তা নাসরীন আক্তার। তিনি বলেন, ‘একসঙ্গে দুই টিকা দেওয়ার মতো এত বড় ভূল কাজ আমার কর্মীরা কোনভাবেই করতে পারে না। আর এমন ভুল হওয়ার সম্ভাবনাও নেই। ’
জানতে চাইলে রাজশাহী সিভিল সার্জন কর্মকর্তা ডা. মো. কাইয়ুম তালুকদার জানান, ‘এ বিষয়ে আমি অবগত রয়েছি। সবসময় ওই নারীর খোঁজখবর নিয়ে গুরুত্ব সহকারে চিকিৎসা দিতে পরামর্শ প্রদান করা হয়েছে চিকিৎসকদের।’