শনিবার, ২৫ মে ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

‘ধারণার চেয়েও দ্রুত’ ভেঙে পড়ছে আফগানিস্তান

‘ধারণার চেয়েও দ্রুত’ ভেঙে পড়ছে আফগানিস্তান

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তান অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে, যাতে দেশটিকে নতুন রাজনৈতিক সংকটে নিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। শনিবার সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী পার ওলসন ফ্রিদ সতর্ক করে এ কথা বলেছেন।

পশ্চিমা-বিশ্ব সমর্থিত ক্ষমতাসীন সরকারের পতন ও কট্টর ইসলামপন্থি গোষ্ঠী তালেবানের ক্ষমতা দখলের পর গভীর সংকটে পড়েছে আফগানিস্তান। তালেবানের ক্ষমতা দখলের পর দেশটিতে বিলিয়ন বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে। দুবাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পার ওলসন বলেন, আমার উদ্বেগের বিষয় হলো দেশটি পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে। আর এই পতন আমরা যা ভেবেছিলাম তার চেয়ে দ্রুত ঘটছে। ত্বরিতগতির অর্থনৈতিক পতন দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাথাচাড়া দিয়ে ওঠার জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

তালেবান ক্ষমতায় আসার পর ২৭ সদস্য রাষ্ট্রের ইউরোপিয়ান ইউনিয়ন আফগানিস্তানে তাদের মানবিক সহায়তা বৃদ্ধি করেছে। তবে দেশটির উন্নয়ন সহায়তা বন্ধ রেখেছে তারা। ইউরোপিয়ান ইউনিয়নের মতো বিশ্বের অনেক দেশ ও বিশ্বব্যাংকও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবানের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রেডক্রস সতর্ক করে দিয়ে বলেছে, দাতব্য গোষ্ঠীগুলো তাদের সহায়তার মাধ্যমে আফগানিস্তান সমস্যার সাময়িক সমাধান করতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877