স্বদেশ ডেস্ক:
রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ১২তলা ভবনের ছয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আজ বুধবার দুপুর ১২টার দিকে ওই ভবনের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে তিনটি ইটনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কীভাবে ভবনটিতে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।’