বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এসওইগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ হামাসের কায়রো ত্যাগ, যুদ্ধবিরতি চুক্তি মানবে না ইসরাইল! চট্টগ্রামে বিধ্বস্ত ইয়াক-১৩০ বিমান সম্পর্কে যা জানা গেছে, আগেও ঘটেছিল দুর্ঘটনা খোলা বাজারে ডলারের দাম ১২৫ টাকা কর্ণফুলী নদী থেকে বিধ্বস্ত বিমানের একাংশ উদ্ধার ডাবের পানি পান করবেন যে কারণে ‘গণছুটি’ নেওয়ায় ৩০ জনকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া চীনের আগেই কেন ভারত যাবেন প্রধানমন্ত্রী, জানালেন পররাষ্ট্রমন্ত্রী সমাবেশের অনুমতি মেলেনি বিএনপির, বিকেল পর্যন্ত অপেক্ষা সোহেল চৌধুরী হত্যা : আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন
২০০ টাকা চুরির অপবাদে কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন

২০০ টাকা চুরির অপবাদে কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন

স্বদেশ ডেস্ক:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাত্র দুইশ’ টাকা চুরির অপবাদে এক কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ধনতলা বাজারে এ ঘটনা ঘটে। বেলি বেগম নামের এক গৃহবধূ ওই কিশোরীকে মারধর করেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ধনতলা বাজারের চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি বেগম স্থানীয় ওই কিশোরীকে বাজারের পাশে গাছে ছাগল বাঁধার দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এ সময় ওই কিশোরী চিৎকার করে কাঁদতে কাঁদতে টাকা চুরির কথা অস্বীকার করে। নির্যাতনের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বেলি বেগমের অভিযোগ, ওই কিশোরী তার বাড়ি থেকে দুইশ’ টাকা চুরি করেছে। তবে চুরির ঘটনার কোনো প্রমাণ দিতে পারেনি অভিযুক্ত এই গৃহবধূ।

জানতে চাইলে মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম জানান, ঘটনাটি তিনি শুনলেও ওই এলাকায় যেতে পারেননি।

এ ব্যাপারে জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877