লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২ নম্বর গড্ডিমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক দোয়ানি গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মোঃ বারেক মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ কারেন্ট না থাকায় বাড়ির বাইরে বসে ছিলেন আব্দুল মালেক। এসময় পেছন থেকে দুর্বৃত্তরা এসে এক কোপে তার মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আব্দুল মালেকের পরিবারের লোকজনদের সাথে কথা বলে তদন্ত করা হচ্ছে বলে লালমনিরহাট সিনিয়র সহকারী পুলিশ সুপার বি সার্কেল তাপস সরকার জানিয়েছেন।