স্বদেশ ডেস্ক:
দৃশ্যটি দেখলে মনে হবে হলিউড কিংবা বলিউডের কোনো সিনেমার শুটিং। বিমান ছাড়ার আগ মুহূর্তে ডানায় উঠে বসলেন এক তরুণ। এর পর বিমানের কেবিনে ঢোকার চেষ্টা করেন তিনি। এতে বেশ হইচই পড়ে যায় বিমানের যাত্রীদের মধ্যে।
এমনই চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে নাইজেরিয়ার লাগসের মুরথালা মহম্মদ বিমানবন্দরে। গত শুক্রবার আজব এই কাণ্ড করে বসেন নাইজেরিয়ার এক তরুণ।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি তখন রানওয়ের দিকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তা উড্ডয়ন করার কথা। এমন সময় ওই তরুণ বিমানের দিকে দৌঁড়ে আসে। তার হাতে ছিল একটি ব্যাগ। সেটি সে ছুঁড়ে ফেলে দেয়। এর পর লাফিয়ে বিমানে উঠে পড়ে।
যদিও বহু চেষ্টায় ওই তরুণকে নিচে নামায় নিরাপত্তারক্ষীরা। নামিয়ে আনা হয় যাত্রীদেরও। পুরো ঘটনাটি নজরে পড়ে যায় এক ব্যক্তির। এর পর তিনি ওই দৃশ্য ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করে দেন।