রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

সুজনের বিপক্ষে পরিচালক পদে লড়বেন ফাহিম

সুজনের বিপক্ষে পরিচালক পদে লড়বেন ফাহিম

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে ক্যাটাগরি-৩ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার গুঞ্জন ছিল খালেদ মাহমুদ সুজনের। একদিনের ব্যবধানে পরিস্থিতি বদলে গেল। একই পদে মনোনয়নপত্র তুললেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। আজ শনিবার দুপুর ১টায় বিসিবিতে এসে মনোনয়ন তোলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে কাউন্সিলরশিপ নেওয়া এই সংগঠক।

মনোনয়ন তুলে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সত্যি বলতে আমি এর আগেও দুবার কাউন্সিলর ছিলাম, বিসিবিতে আসার আগে, যখন বিকেএসপিতে ছিলাম। আগেও সুযোগ হয়েছিল (নির্বাচন করার) তবে আরেকজনের জন্য সেক্রিফাইজ করেছিলাম জায়গাটা।’

তিনি বিশ্বাস করেন তার পরিচালক পদে এসে কিছু দেওয়ার সময় এসেছে। নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমার মনে হয় এতদিন কাজ করার পর আমার ভালো ধারণা আছে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করা দরকার। সেটাতে দৃষ্টি রেখেই আমি মিড লেভেল কিছু কাজ করার চেষ্টা করেছি। আমি অনুধাবন করেছি যে আমি বা আমাদের মতো যারা আছে তাদের বোধহয় পলিসি লেভেল থাকা উচিত। আমরা সত্যিকার ছবিটা তুলে ধরতে পারবো পলিসি লেভেলে। আর সত্যিকার যে পরিবর্তনগুলো দরকার সেগুলো আনার চেষ্টা করবো।’

‘এটাতো আসলে টক্কর না এটা ভালো জিনিস যে আমরা যারা অংশ নিচ্ছি তারা সবাই যোগ্য। আমার সঙ্গে সুজনের দেখা হয়েছে এবং তাকে আমি উইশ করেছি সেও আমাকে উইশ করেছে। আমি আশা করি, একটা ভালো পরিবেশে নির্বাচনটা হবে। তার জন্য আমার শুভ কামনা থাকলো। তার অবদান নিয়েও সন্দেহ নেই। অনেকগুলো বছর সে কাজ করছে,’ যোগ করেন এই ক্রিকেট বিশ্লেষক।

ফাহিম আরও বলেন, ‘আমার যেহেতু অনেক লেভেলে কাজ করার সুযোগ হয়েছে আমি জানি…ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া বলেন, হিউম্যান রিসর্স বলেন, ইনফ্রাস্টকচার বলেন সব বিষয়ে আমরা যতটুকু করতে পারতাম আমার মনে হয় না ততটুকু করতে পেরেছি। আমি যদি সুযোগ পাই এ জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করবো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877