রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

দাম্পত্য কলহ, অভিমানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দাম্পত্য কলহ, অভিমানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্বদেশ ডেস্ক:

স্বামীর উপর অভিমান করে বিলকিস আক্তার নামে (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকালে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।  ওই গৃহবধূ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর বিশ্বাসপাড়া মহল্লার কামরুল ইসলামের মেয়ে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বিলকিস আক্তারের সঙ্গে তার স্বামী হযরত আলীর দাম্পত্য জীবন ভালো যাচ্ছিলো না। এ কারণে বিলকিস তার বাবার বাড়িতে বসবাস করতে থাকে। একপর্যায়ে শনিবার বাড়ির সিড়ির লোহার রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকাল ৮টায় তার ঝুলন্ত দেহ পরিবারের সদ্যসরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877