মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে বার্বাডোজের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে বার্বাডোজের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্বদেশ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর লোটে নিউইয়র্ক প্যালেস অবস্থানস্থলে সোমবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা এন্টি মাইক্রোবায়াল রেজিসটেন্স (এএমআর)সহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএমআর বিষয়ে গত ৬ বছর যাবত সরব। আর দুই প্রধানমন্ত্রীই ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ’ এর সহসভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সাক্ষাত পর্ব শেষে বঙ্গবন্ধুর আত্মকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’র কপি বার্বাডোজের প্রধানমন্ত্রীকে উপহার দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877