স্বদেশ ডেস্ক:
মিয়ানমারর থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরাতে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটাস্কি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে ঢাকা-মস্কো বিশেষ সম্পর্কের নানা দিক তুলে ধরে ড. মোমেন বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা-পরবর্তী দেশ পুনর্গঠনে রাশিয়ার অবদান বাংলাদেশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতাত্তোর তৎকালীন সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে ১৯৭২ সালের মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়া সফর করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য রাশিয়ার সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে রুশ রাষ্ট্রদূত ঢাকা-মস্কো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে আগ্রহ পুনর্ব্যক্ত করলে উভয় দেশই এ অনুষ্ঠানের আয়োজন করতে পারে বলে মত দেন পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।