রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

স্বদেশ ডেস্ক:

উত্তর কোরিয়া সফলভাবে একটি নতুন দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ।

আজ সোমবার কেসিএনএ  জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ কৌশলগত অস্ত্র’ এবং এটি দেড় হাজার কিলোমিটার উড়ে গিয়ে লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। এই ক্ষেপণাস্ত্র জাতীয় নিরাপত্তার সুরক্ষায় আরও বেশি নির্ভরযোগ্য হয়ে উঠবে আর শত্রু বাহিনীর বিরুদ্ধে সামরিক বাহিনীর মনোবল বাড়াবে বলেও জানানো হয়েছে। গত শনি ও রোববার এই পরীক্ষাগুলো করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার জলসীমার মধ্যেই পড়েছে বলে জানিয়েছে কেসিএনএ।

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার মধ্যেই এই পরীক্ষা চালানো হয়েছে। এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পন্ন এই ধরনের প্রথম ক্ষেপণাস্ত্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877