স্বদেশ ডেস্ক: স্কুল খোলার প্রথম দিনেই অনেকটা হযবরল অবস্থা রাজধানীর স্বনামধন্য বিদ্যাপীঠ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে। সরজমিনে দেখা গেছে, প্রভাতি প্রথম শিফটে সকাল ৭:৩০ থেকে ৭:৫০ মিনিটের মধ্যে শিক্ষার্থীদের প্রবেশের সময় শিক্ষক, ভলান্টিয়ার, স্কুল সহকারীদের সমন্বয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ভেতরে প্রবেশ করানো হয়। কিন্তু প্রথম শিফটের শিক্ষার্থীরা ক্লাস শেষে বের হওয়ার সময় দেখা দেয় বিশৃঙ্খলা। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। হুড়োহুড়ি করে বের হতে দেখা যায় শিশু শিক্ষার্থীদের। বাইরে অভিভাবকদের জটলা। এ বিষয়ে উষ্মা প্রকাশ করে এক অভিভাবক মানবজমিনকে বলেন, প্রথম দিনের চিত্র দেখে রীতিমতো হতাশ। সামনের দিনগুলোতে বাচ্চাদের কিভাবে স্কুলে পাঠাবো সাহসে কুলাচ্ছে না।