স্বদেশ ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে সদরের শিবরামপুর নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন শনিবার সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আকুয়া জঙ্গল গ্রামের আনোয়ার ইসলামের ছেলে রবিন ইসলাম (২২) ও একই গ্রামের হানিফ ইসলামের ছেলে কামরুল ইসলাম (৩৫)। নিহত দুই শ্রমিক পাইলিং কাজ করতেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতরা হলেন- মাহাতাব উদ্দিন (৬৫), আশিক (২২) ও সেলিম (৩৫)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের ঘাতক চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এসআই জয়নুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় আহত মাহাতাব উদ্দিনের বাড়ি পিরোজপুরে। তিনি তার বাড়ির পাইলিংয়ের কাজ করানোর জন্য পাইলিং শ্রমিকদের নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দের মোড় থেকে একটি ট্রাকে পিরোজপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি সড়কের বামদিক থেকে ডান দিকে গিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে কয়েকটি ডিগবাজী খেয়ে পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক শনিবার সকালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই নির্মাণ (পাইল) শ্রমিক নিহত হয়।