মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

ব্যাপক সংঘর্ষের পর পানশির দখলের দাবি তালেবানের

ব্যাপক সংঘর্ষের পর পানশির দখলের দাবি তালেবানের

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তানের পানশিরে ব্যাপক সংঘর্ষের পর গতকাল শুক্রবার উপত্যকাটি নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। তবে এই দাবিকে পুরোপুরি মিথ্যা বলেছেন পানশিরের তালেবান বিরোধী নেতা আহমেদ মুসা। তালেবানের তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পানশির দখলে নেওয়ার দাবি করে এক তালেবান কমান্ডার বলেন, ‘আল্লাহর কৃপায় পানশিরসহ সমগ্র আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে।’

পানশির দখলের দাবি করে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিজয় উল্লাস করেছে তালেবান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পানশিরের পতন’ উল্লেখ করে ব্যাপক প্রচারও চালানো হয়েছে।

এদিকে পানশিরে অবস্থানরত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ এক টুইটে পানশির দখলের দাবি প্রত্যাখান করেছেন। তিনি বলেন, ‘আমি এখনো পানশিরেই আছি। তালেবান আমাদের ঘিরে রাখায় কঠিন পরিস্থিতিতে থাকলেও আমরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। আমাদের এ প্রতিরোধ চলবেই, শেষ নিশ্বাস থাকা পর্যন্ত দেশের সম্মান রক্ষার্থে লড়াই চালিয়ে যাবো’

পানশিরের তালেবান বিরোধী নেতা আহমেদ মুসা বলেছেন, ‘তালেবানের পানশির দখলের খবর প্রচার করছে মূলত পাকিস্তানী মিডিয়া, যা পুরোপুরি মিথ্যা।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877