রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

বিশ্বকাপ দল প্রস্তুত, শিগগির ঘোষণা

বিশ্বকাপ দল প্রস্তুত, শিগগির ঘোষণা

স্বদেশ ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণার সময় বেধে দিয়েছে ইন্টারন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যেই দল ঘোষণার তাগিদ দিয়ে রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ইতোমধ্যে কয়েকটি দেশ তাদের স্কোয়াড ঘোষণা করলেও পিছিয়ে বাংলাদেশ।

তবে খুব শিগগির বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের মাঝামাঝি সময়ে দল ঘোষণা করা হবে। ইতোমধ্যে দলে কারা থাকবে তা চূড়ান্ত করে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আজ মঙ্গলবার ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, ‘বিশ্বকাপ দল নিয়ে আমার আর কোচের মধ্যে আলোচনা হয়েছে, নির্বাচকরাও উনাদের ভাবনা জানাবেন। শিগগিরই আপনারা জানতে পারবেন কী হচ্ছে। সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে আপনারা তাড়াতাড়ি জানতে পারবেন।’

‘বিশ্বকাপ দল মোটামোটি ঠিক করা হয়েছে (অল সেট)। নির্বাচকরা আশা করি দলটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন,’ যোগ করেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজের আগে দল ঘোষণা হলে ক্রিকেটাররা চাপ মুক্ত থাকতে জানিয়ে তিনি বলেন, ‘এটা হয়তোবা ভালো হতো, যদি সিরিজের আগে দলটা দিয়ে দেওয়া হতো। তাহলে ক্রিকেটাররা নির্ভার থাকতে পারতো। কিন্তু আমার মনে হয় যে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, আমাদের কাজ ক্রিকেট খেলা এবং মাঠে আমরা নিজেদের কতটুক মেলে ধরতে পারি এই জিনিসগুলো আমাদের ক্রিকেটার হিসেবে চিন্তা করা উচিত।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877