সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

বিশ্বে করোনাক্রান্ত প্রায় ২১ কোটি ৬০ লাখ মানুষ

বিশ্বে করোনাক্রান্ত প্রায় ২১ কোটি ৬০ লাখ মানুষ

করোনাভাইরাস, ভারত, dailynayadiganta.com

স্বদেশ ডেস্ক;

সারা বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৪ লাখ ৯৩ হাজার ৯৪১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৫৫৯ লাখ ৮৬ হাজার ৭৫ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫১৬ কোটি ৭৭ লাখ ৮৭ হাজার ৬৫০ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার ৩৩৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৩৭ হাজার ২৪১ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৯ হাজার ১০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৭ লাখ ২৮ হাজার ৬০৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শনিবার পর্যন্ত মোট ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জনে।

বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদফরের পাঠানো তথ্য অনুযায়ী, দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ আরো কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮০ জন মারা গেছেন, যা গত ৬৩ দিনের মধ্যে ১০০ এর নিচে মৃত্যু দেখল দেশ। এর আগে ২৬ জুন করোনায় ৭৭ জন মারা গিয়েছিল। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরো তিন হাজার ৪৩৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৬৭ শতাংশ।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877