মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

ভারতে তিন তালাক মামলা : স্বামীরা জেলে যাওয়ায় ভুগছে বেশি নারীরাই

ভারতে তিন তালাক মামলা : স্বামীরা জেলে যাওয়ায় ভুগছে বেশি নারীরাই

স্বদেশ ডেস্ক:

ভারত সরকার গর্ব করে দাবি করে থাকে, তাদের তিন তালাক আইনে মুসলিম নারীরা অধিকার ফিরে পেয়েছে। আত্মমর্যাদা ফিরে পেয়েছে। যদিও বাস্তব ছবিটা সম্পূর্ণ ভিন্ন। ‘ইন্ডিয়া টু’ডে’নামে একটি মিডিয়া হাউজ তাদের পোর্টালে একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে তারা লিখেছে, তিন তালাক আইনের ফলে সব থেকে বেশি ভুগতে হচ্ছে নারীদেরই। নিজেদের রিপোর্টের স্বপক্ষে যুক্তি পেশ করতে গিয়ে তারা বেশ কয়েকটি মামলার কথা উল্লেখ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, এই আইন কার্যকরী হওয়ার পর শুধু হায়দরাবাদেই তিন তালাক সংক্রান্ত ৫০টি মামলা হয়েছে। সবকটি মামলাই গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার মধ্যেই সংঘটিত হয়েছে। মামলাগুলোতে দেখা গিয়েছে, নারীদেরই সব থেকে বেশি বিপদে পড়তে হয়েছে। প্রতিবেদনে তিন সন্তানের জননী এক নারীর কথা তুলে ধরা হয়েছে। ওই নারী তালাক আইনে তার স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে মামলা করেছিলেন। পারিবারিক সহিংসতা, খোরপোশ, যৌতুক ও হেনস্থা, মোট চারটি মামলা লড়ছেন তিনি।

স্বামীর বিরুদ্ধে তিন তালাকের অভিযোগে মামলা করা অন্য এক নারী জানিয়েছেন, তিনিও একই পরিস্থিতির শিকার। ওই নারীর কথায়– ‘আদালত চত্বরে ঘুরপাক খেতে খেতে রোজ হয়রান হতে হচ্ছে। অনেক দিন ধরে মামলা চলছে। আইনজীবী ও আদালতের খরচ চালাতেই জেরবার হতে হচ্ছে। স্বামী তবু জেলে খাবার পাচ্ছে। আমাদের তো অনাহারে মরতে হচ্ছে।’
সূত্র : পুবের কলম

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877