বিনোদন ডেস্ক:
আবারও বাবা হলেন অর্জুন রামপাল। গতকাল বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। এক টুইট বার্তায় অর্জুনকে অভিনন্দন জানিয়ে বিষয়টি জানিয়েছেন পরিচালক জেপি দত্তের মেয়ে নিধি দত্ত।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকালই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন গ্যাব্রিয়েলা। তার পাশে থাকতে মুম্বাইয়ের হাসপাতালে হাজির হন তার মা-বাবাও। এ সময় উপস্থিত ছিলেন অর্জুন ও তার আগের পক্ষের দুই মেয়ে মাহিকা ও মায়রা।
এর আগে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে অর্জুন জানান, তার দুই মেয়েই ভালোবেসে আপন করে নিয়েছে তার প্রেমিকা গ্যাব্রিয়েলাকে। তাকে পরিবারেরই একজন মনে করেন দুই মেয়ে।
চলতি বছর এপ্রিলেই প্রথম গ্যাব্রিয়েলার অন্তঃসত্ত্বার কথা ঘোষণা করেন অর্জুন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘তোমাকে পেয়ে আমি ধন্য। বেবির জন্য ধন্যবাদ বেবি। ‘
২০০৯ সালে আইপিএল পরবর্তী পার্টিতে দেখা হয় অর্জুন-গ্যাব্রিয়েলার। তার কয়েক বছর পর ফের তাদের দেখা হয়। আর তারপরই শুরু হয় ডেটিং। গ্যাব্রিয়েলা দক্ষিণ আফ্রিকার মডেল ও অভিনেত্রী। ২০১৪ সালে সোমালি কেবলের সঙ্গে বলিউডে ডেবিউ করেন গ্যাব্রিয়েলা। ২০১৬ সালে একটি তেলুগু ছবিতেও তার স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স ছিল।
এর আগে স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে ২০১৮ সালের মে মাসে ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ওই ঘরে মাহিকা ও মায়রা নামে তার দুটি সন্তান রয়েছে।