স্বদেশ ডেস্ক:
পরিস্থিতি শান্ত থাকায় বরিশালে আপাতত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিজিবি নামানো হচ্ছে না বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ১০ প্লাটুন বিজিবি চেয়ে আবেদন করেছিল জেলা প্রশাসন। তারা প্রস্তুত আছে। প্রয়োজন হলে সাড়া দেবে।’
বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় হামলা, গুলিবর্ষণ ও নেতাকর্মীদের বিক্ষোভে গত বুধবার রাতভর উত্তাপ ছড়িয়ে পড়ে। এসবের জেরে লঞ্চ-গাড়ি বন্ধ থাকায় গতকাল বৃহস্পতিবার কার্যত অর্ধদিবস অচল ছিল দক্ষিণাঞ্চল। দিন শেষে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।
জানা গেছে, এ সবের পেছনে রয়েছে দলীয় কোন্দল। বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সিটি মেয়র সাদিক আবদুল্লার মধ্যকার শীতল রাজনৈতিক দ্বন্দ্ব এবার প্রকাশ্য রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায়ই সিটি করপোরেশনের মেয়রকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে।